মঙ্গলবার, এপ্রিল ২৯

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি কখনোই ক্ষমতার লোভে রাজনীতি করে না। বিএনপি জনগণের দাবি আদায় এবং অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আর সে কারনে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার জাতাকালে পিষ্ট হয়েও জনগণের অধিকার আদায়ের জন্য আমরা কেউ রাজপথ ছেড়ে যাইনি। আমাদের ঐক্যবদ্ধ শক্তিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিলেও, আন্দোলন শেষ হয়নি। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের আন্দোলনের পরি সমাপ্তি হবে।
শনিবার সদর উপজেলার হৈবৎপুর ইউনিয়নের বৈশাখী উৎসবের অংশ হিসেবে গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি, মোরগ লড়াই, বেলুন ফাটানো সহ মেয়েদের চেয়ার সিটিং খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা এমন খোলা মেলা পরিবেশে এই ধরনের আয়োজন করতে পেরেছি। বিগত ১৭ বছর আমরা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে পার হয়েছি। আমরা কেউ আর ওই বিভিষিকাময় দিনে ফিরে যেতে চাই না। বিএনপি জনগণের উন্নয়ন এবং তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে। তাই অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। যে সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে এবং প্রতিবেশী দেশ কোন খবরদারি করতে পারবে না। জনগণের এই দাবি আদায়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, আব্দুস সালাম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version