
ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে মাদক চোরাকারবারিরা বিজিবির উপরে দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। পাল্টা হিসেবে বিজিবির পক্ষ থেকে তিন রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এক পর্যায়ে বিজিবি ৩৯৭ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল এবং একটি হাসুয়া উদ্ধার করে।
মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়কের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে যাদবপুর ইউনিয়নের কানাডাঙ্গা গ্রামের বিলের মাঠে ২০/২২ জনের একদণ চোরাকারবারি মাদক পার করার সময় যাদবপুর বিওপির নায়েব সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে টহল দল তাদের গতি রোধ করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপর দেশি অস্ত্র ছুড়ে মারে। এসময় বিজিবি তিন রাউন্ড গুলিবর্ষণ করলে চোরাকারবারিরা ১৬টি ছোট বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়।
বিজিবি টহল দল অনেক খোঁজাখুঁজি করে একটি হাসুয়া, তিনটি মোবাইল ও বস্তাবন্দি ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
কানাইডাঙ্গা গ্রামের মেম্বার আসাদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।