বজলুর রহমান বাবলু।। মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে দুদিনব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ আজ (বুধবার ) ২৩ এপ্রিল বিকেলে শেষ হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসুচিটি গত মঙ্গলবার সকালে বাঁচতে শেখা কনফারেন্স রুমে শুরু হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’প্রকল্পের অধীনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যসহ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক বাদশা মিয়া। দুদিন ব্যাপী এ কর্মসূচির সেশন পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা, ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ রুমকি ও তথ্য কর্মকর্তা ও প্রকল্পের সোশ্যাল মবিলাইজার বজলুর রহমান । জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক এ কর্মসূচিতে অংশগ্রহণকারী সারভাইভাররা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তাদের মতামত উপস্থাপন করেন। কর্মসূচিতে আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল মানুষ কে ক কি ও কেন? আত্ম অনুসন্ধান, আমাদের ইচ্ছা বনাম স্বপ্ন, আমাদের অধিকার ও দায়িত্ব, পরিবর্তনের লক্ষ্য ও উদ্যোগ গ্রহণ, আত্মবিশ্বাস নির্মাণ, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান সন্ধান দক্ষতা,হাল ছেড়ে দেয়া হলো হার মানা,জনযোগ সম্মতায়ন, স্বপ্নপূরণে নিজের সম্ভাবনা দায় বদ্ধতা এবং করণীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সারভাইভাররা বলেছেন, জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান তাদের নিজেদের জীবনের মোড় ঘোরাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তারা মনে করেন । প্রশিক্ষণ শেষে তারা আশ্বাস প্রকল্পের বিভিন্ন ট্রেডে অন্তর্ভুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কর্মসূচিতে যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ২০ জন মানব পাচারের পর উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
শিরোনাম:
- যশোর সদর উপজেলা মহিলা দলের সভা অনুষ্ঠিত
- যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার হাসিবের অবহেলায় প্রাক্তন নার্সিং সুপারভাইজারের মৃত্যুর অভিযোগ
- যশোরের শার্শার জামতলা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের শহীদ জাবিরের পিতাকে মারপিট করেছে একদল চাঁদাবাজ দূর্বৃত্ত
- রাইটস যশোরের উদ্যোগে মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্তদের নিয়ে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোরে মতবিনিময় সভায় জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন- অমিত
- যশোরের দুঃখখ্যাত ভবদহ জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানেরপথ খুঁজছে সরকার – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
- কয়লা ব্যবসার নামে প্রতারণার অভিযোগ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার যশোর ডিবি পুলিশের অভিযানে
শনিবার, এপ্রিল ২৬