স্টাফ রিপোর্টার : যশোরে পুরোদমে এগিয়ে চলছে ইপিজেড এর কার্যক্রম। অব্যাহত রয়েছে অধিগ্রহণকৃত জমির মালিকদের মুল্য পরিশোধের কার্যক্রম। তারই অংশ হিসেবে গতকাল দুপুরে যশোর কালেক্টরেট সনেট সভাকক্ষে ২৭ জন জমির মালিকের হাতে ২ কোটি ৪৪ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সুজন কুমার সরকারসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোর – খুলনা মহাসড়ক সংলগ্ন অভয়নগরের ভাঙ্গা গেটে নির্মিত হচ্ছে ইপিজেড। এই জণ্য অভয়নগরের ভাঙ্গাগেট সংলগ্ন কয়েকটি মৌজার প্রায় ৫শ’ একর জমি সরকার অধিগ্রহণ করেছে। সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় জমির মুল্য পরিশোধের কার্যক্রম। প্রাথমিক ভাবে এসব জমির মালিকগণের পক্ষ থেকে মুল্য দাবি করে প্রায় ২২শ’ আবেদন জমা পড়ে যশোরের জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায়। এসকল আবেদনের মধ্য থেকে যাচাই বাছাই কার্যক্রম শেষ করে চূড়ান্ত ভাবে মনোনীত ৩৫০ জনের জমির মুল্য পরিশোধের র্কাক্রম শুরু করে সংশ্লিষ্ট বিভাগের পক্ষে জেলা প্রশাসন। ইতিমধ্যে প্রায় সব গুলো আবেদনের দাবি নিষ্পত্তি করা হয়েছে। যার অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নিজে উপস্থিত থেকে ২৭ জন জমির মালিকের হাতে ২ কোটি ৪৪ লাখ টাকার একাউন্ট পে চেক প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক জমির মালিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কারোর প্ররোচনায় বা কোন দালালের খপ্পড়ে পড়বেন না। আপনাদের কাগজপত্র এবং দাবি বিষয়াদি সঠিক ভাবে যাচাই বাছাই করে চূড়ান্ত ভাবে মনোনীতরা প্রকৃত জমির মুল্য বাবদ চেক হাতে পাবেন। এর জন্য কোথাও কোন পয়সা খরচ করবেন না। যদি কখনো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোন দালাল আপনাদেরকে বিভ্রান্তকর কোন তথ্য বা কথা বলেন সে গুলো সরাসরি আপনার আমাকে বলবেন। আমার অফিসের দরজা আপনাদের জন্য সব সময় ওপেন। আপনারা নিজেরা বিভ্রান্ত হবেন না। এবং কারোর কোন প্ররচনায় পড়বেন না। আপনাদের কোন কথা থাকলে বা কোন সমস্যা দেখা দিলে সরাসরি আমার সাথে বা আমার অফিসের লোকজনের সাথে কথা বলবেন। কোন প্রতারকের খপ্পরে পড়বেন না। আপনারা প্রত্যেকেই আপনাদের এলাকায় গিয়ে এই কথা গুলো বাকি জমির মালিক যারা আছেন তাদেরকে বলবেন, তাদের জানবেন; তারাও যেন জমির মুল্য প্রাপ্তির জন্য কারোর দারস্থ বা খপ্পরে না পড়েন। কাউকে কোন প্রকার ঘুষ না দেন। কারন যারা প্রকৃত জমির মালিক তারা প্রত্যেকেই তাদের জমির প্রকৃত মুল্য বাবদ প্রাপ্ত টাকা সঠিক সময়ে পেয়ে যাবেন। ####
শিরোনাম:
- যশোরে ইপজিডে এর অধিগ্রহণকৃত জমির মালিকদের চেকবিতরণ
- যশোর নগর বিএনপির আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব ।। তৃতীয় খেলায় জয় পেয়েছে ৩ নম্বর ওয়ার্ড
- যশোরে বিএনপির উদ্যোগে বৈশাখী ফুটবল প্রতিযোগিতা শুরু
- খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামসভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু, সম্পাদক নাসির আহমেদ রাসেল
- যশোর সদর উপজেলা মহিলা দলের সভা অনুষ্ঠিত
- যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার হাসিবের অবহেলায় প্রাক্তন নার্সিং সুপারভাইজারের মৃত্যুর অভিযোগ
- যশোরের শার্শার জামতলা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের শহীদ জাবিরের পিতাকে মারপিট করেছে একদল চাঁদাবাজ দূর্বৃত্ত
মঙ্গলবার, এপ্রিল ২৯