স্টাফ রিপোর্টার : যশোর শিক্ষা বোর্ডে জনবল শূন্যতা বেড়েই চলেছে। জনবল সংকটের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। অথচ জনবল শূন্যতা দুর করতে বোর্ড অফিস কর্তৃপক্ষ কোন কর্মচারী নিয়োগ দিতে পারেনি। বোর্ডের সচিব প্রফেসর মাহাবুবুল ইসলাম জানান, জনবল নিয়োগ দিতে মন্ত্রণালয়ে ফাইল পাঠানোর প্রসেসিং চলছে।
বোর্ড অফিস সূত্র জানায়, শিক্ষা বোর্ডে মঞ্জুরকৃত ২৫৪ পদের মধ্যে কর্মরত আছে ১০৩ জন। ১৫০ পদে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা-কর্মচারী পদ শূন্য রয়েছে। এর মধ্যে নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা ৯০ ও পদোন্নতি যোগ্য শূন্য পদের সংখ্যা ৬০। ১৫০ শুন্য পদের মধ্যে ২০২৪ সালে শূন্য পদ ছিল ১৪২টি। এবছর ৮ জন কর্মকর্তা কর্মচারী অবসরে যাওয়ায় শূন্য পদের সংখ্যা বেড়ে হয়েছে ১৫০টি।
শূন্য পদের মধ্যে রয়েছে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার ২৩ পদের মধ্যে ৭টি পদ শূন্য রয়েছে। পদগুলো হচ্ছে, সহকারী মূল্যায়ন অফিসার, একান্ত সচিব নিরাপত্তা অফিসার, সহকারী ক্রীড়া অফিসার, উপসহকারী প্রকৌশলী, সহকারী গ্রন্থাগার, গণসংযোগ অফিসার পদ। তৃতীয় শ্রেণির কর্মচারী ১২২ পদের মধ্যে শুন্য রয়েছে ৮৪ পদ। পদগুলো হচ্ছে সেকশন অফিসারের ১৩ পদের মধ্যে ১২ পদ শূন্য। ২টি হিসাবরক্ষক পদের ১টি শূন্য, হিসাব সহকারীর ১২ পদের মধ্যে ১০ পদ শূন্য, স্টেনো টাইপিস্ট ৪ পদই শূন্য, ক্যালিও গ্রাফিস্ট ৪ পদের সব শূন্য, নিম্নমান সহকারী ৪০ পদের ২৬ পদ শূন্য, সনদ লেখক ৬ পদের সব গুলো শূন্য, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের ২ পদই শূন্য, গাড়ি চালক ৪ পদের ৩টিই শুন্য। গ্রাফার, অডিট অফিসার, ক্যাশিয়ার, স্টোর কিপার, কেয়ারটেকার, গবেষণা সহকারী, ক্যাটালজি, লাইব্রেরি সহকারী, পরিসংখ্যন সহকারী, অভ্যর্থনা সহকারী, ড্রাফটসম্যান ও ইমাম পদ শুন্য।
চতুর্থ শ্রেণির কর্মচারীর ৮৩ পদের ৫৩ পদ শূন্য রয়েছে। পদগুলো হচ্ছে বার্তা বাহক ৩ পদের ১টি শূন্য, এমএল এসএস ৩২ পদে ১৯ পদ শূন্য ঝাঁড়ুদার ১০ পদের ৬টি শূন্য, ৪টি নাম্বারিং মেশিন অপারেটর, ৪জন সশস্ত্র প্রহরী, ১০টি দারোয়ান পদের সবগুলোই শুন্য, গার্ড ও নৈশ প্রহরী ২টি পদই শুন্য, কম্পিউটার এ্যাটেনডেন্ট ২ টি পদের সবকটি শুন্য, রেকর্ড সাপ্লায়ার ৬ পদে ৩টি শূন্য, ১টি সহকারী মেকানিক, ১টি ক্যাশ সরকার ও ১টি সাইক্লোস্টাইন মেশিন অপারেটর পদের সব গুলোই শুন্য।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ আসমা বেগম বলেন, আমি সদ্য এই বোর্ডে যোগদান করেছি। ইতিমধ্যে বোর্ডের জনবল মুন্যতার বিষয়ে অবগত হয়েছিল। এটা দীর্ঘ দিনের সংকট। আমরা বর্তমান প্রশাসন এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের পথ খুঁজছি। ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবহিত করেছি। মন্ত্রনালয়ের দিক নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে তিনি জনবল সংকটের কারনে বোর্ডের স্বাভাবিক কার্যক্রমে গতিহীনতা সৃষ্টি হচ্ছে বলে স্বীকার করেন।
যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডঃ মাহাবুবুল ইসলাম জানান, জনবল শূন্যতার কারণে অফিসের কাজে সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের জনবল নিয়োগ দেয়ার ক্ষমতা নেই। মন্ত্রণালয় থেকে জনবল নিয়োগ দেয়া হয়। এজন্য ফাইল প্রসেসিংয়ের কাজ চলছে।
শিরোনাম:
- যশোর সদর উপজেলা মহিলা দলের সভা অনুষ্ঠিত
- যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার হাসিবের অবহেলায় প্রাক্তন নার্সিং সুপারভাইজারের মৃত্যুর অভিযোগ
- যশোরের শার্শার জামতলা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের শহীদ জাবিরের পিতাকে মারপিট করেছে একদল চাঁদাবাজ দূর্বৃত্ত
- রাইটস যশোরের উদ্যোগে মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্তদের নিয়ে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোরে মতবিনিময় সভায় জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন- অমিত
- যশোরের দুঃখখ্যাত ভবদহ জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানেরপথ খুঁজছে সরকার – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
- কয়লা ব্যবসার নামে প্রতারণার অভিযোগ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার যশোর ডিবি পুলিশের অভিযানে
শনিবার, এপ্রিল ২৬