
চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য আব্দুল জব্বারকে আটক ও একটি চোরাই ট্রাক উদ্ধার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ। চক্রের অন্য সদস্যদের খোঁজা হচ্ছে।
জেলা পুলিশের সূত্র জানিয়েছে, মাদক ও চোরাচালানসহ গ্রেফতারি পরোয়ানা তামিল করতে ২৩ ডিসেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে অভয়নগর থানা পুলিশ। থানার এসআই আশিকুর রহমান তথ্য পান নওয়াপাড়া পৌরসভার বাজার সংলগ্ন হাইওয়ে থানার পাশের রেল ক্রসিং রাস্তার উপর চুরি হওয়া একটি ট্রাক অবস্থান করছে। এই তথ্যে ১৫ নাম্বার একটি ট্রাক চুরি মামলা মূলে ওই ট্রাকটি উদ্ধার করেন। একইসাথে চোর চক্রের সদস্য আব্দুল জব্বারকে (৪৮) আটক করেন। তিনি অভয়নগরের মহাকাল ভাঙ্গাগেট কলোনীর মৃত মোবারক মোড়লের ছেলে। আটক জব্বারকে আদালতে সোপর্দ করা হয়েছে।